জামায়াত থেকে পদত্যাগ করলেন ব্যারিস্টার রাজ্জাক

ই-বার্তা ডেস্ক।।  ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের বিরোধী ভূমিকা পালন করে জামায়াত।  সে জন্য সংগঠনটিকে জাতির কাছে আন্তরিকভাবে ক্ষমা চাওয়ার পরামর্শ দিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে পদত্যাগ করেছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আবদুর রাজ্জাক।  

জামায়াতের আমীর মকবুল আহমদের কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন তিনি।  রাজ্জাক পদত্যাগের কারণ হিসেবে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় জামায়াতের দেশদ্রোহী ভূমিকাকেই সামনে এনেছেন। পদত্যাগপত্রে তিনি বলেছেন- তিনি ২০ বছর ধরে দলটির শীর্ষ নেতাদের বোঝাতে চেয়েছেন যে, জামায়াত যেন একাত্তরের ভূমিকার জন্য জাতির কাছ ক্ষমা চায়।  কিন্তু স্বাধীনতার ৪৮ বছর পরেও জামায়াত সেটি করেনি। 

পদত্যাগপত্রে ব্যারিস্টার রাজ্জাক উল্লেখ করেছেন দলীয় ফোরামে স্বাধীনতায় বিরোধিতার জন্য তিনি জামায়াতকে বিলুপ্ত করে দেয়ারও প্রস্তাব করেছিলেন।  কিন্তু জামায়াত সেটি করেনি।  বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করছেন বাংলাদেশ সুপ্রিমকোর্টের এ আইনজীবী।

যুদ্ধাপরাধে অভিযুক্ত দল জামায়াত নিষিদ্ধ করার বিষয়ে যখন জোর আলোচনা হচ্ছে এবং জামায়াত যখন নাম পরিবর্তন করে নতুন নামে রাজনীতি শুরু করার চিন্তা করছে, তখন দলটির এই সিনিয়র নেতার পদত্যাগের খবর নিশ্চয়ই সংগঠনের বাকি নেতাদের হতাশ করেছে। 

ই-বার্তা/মোঃ সালাউদ্দিন সাজু