জামিন পেলেন মডেল কাজী আসিফ

ই-বার্তা।।  দুইদিন কারাগারে থাকার পর অবশেষে আজ বুধবার জামিন পেয়েছেন  মডেল কাজী আসিফ। নারী ও শিশু নির্যাতন মামলায় গত ২২ এপ্রিল গ্রেফতার হন মডেল আসিফ। তার স্ত্রী অর্ণি রহমান এ মামলা দায়ের করেন।

তার জামিনের বিষয়য়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী সাইফুল আলম।

আইনজীবী বলেন, আগামী ৬ মে পর্যন্ত আসিফের জামিন মঞ্জুর করেছেন আদালত।

স্ত্রী অর্নি রহমানের উপর আর নির্যাতন করবেন না এবং সন্তানের ভরণপোষণ করবেন; এই শর্তে তাকে জামিন দেওয়া হয়েছে আসিফকে।

এছাড়াও আসিফ যদি আগের মতো স্ত্রী ও সন্তানের সঙ্গে অন্যায় করেন তাহলে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার সন্ধ্যায় আফিস কারাগার থেকে বের হওয়ার অনুমতি পেয়েছেন বলে জানান আইনজীবী।

একই দিন ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক শফিউল আজমের আদালত এ আদেশ দিয়েছেন।

উল্লেখ্য এর আগে গত ২২ এপ্রিল রাতে বিমানবন্দর থেকে  হাজারীবাগ থানা পুলিশ আফিসকে গ্রেফতার করেন।

পরদিন সোমবার সকালে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক শফিউল আজমের আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।