জালিয়াতির অভিযোগে ঢাবির অর্ধশতাধিক শিক্ষার্থী বহিষ্কার

ই-বার্তা ডেস্ক।।  ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে অর্ধশতাধিক শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে।  একই সঙ্গে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ডিএমসি) চার শিক্ষককেও নম্বর টেম্পারিংয়ের দায়ে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার রাতে ঢাবির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়৷ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

উপাচার্য আখতারুজ্জামান বলেন, ভর্তি জালিয়াতির দায়ে ডিবি যাদের বিরুদ্ধে সুপারিশ করেছিল তাদেরকে বহিষ্কার করা হয়েছে৷ এই সংখ্যা অর্ধশতাধিকের ও বেশি।  

সভায় বিশ্ববিদ্যালয়ের ৫২ তম সমাবর্তনের তারিখও নির্ধারণ করা হয়েছে।  এবারের সমাবর্তন হবে ৯ ডিসেম্বর।  যদি রাষ্ট্রপতি সম্মতি দেন সেদিন হবে ৫২তম সমাবর্তন।

এ বিষয়ে উপাচার্য আখতারুজ্জামান বলেন, ডিসেম্বর মাসের ৯ তারিখে সমাবর্তনের তারিখ প্রস্তাব করা হয়েছে।  যদি রাষ্ট্রপতির সম্মতি থাকে তাহলে সেদিন সমাবর্তন হবে।  এতে সমাবর্তন বক্তা হিসেবে থাকবেন পদার্থ বিজ্ঞানে ২০১৫ সালের নোবেল বিজয়ী অধ্যাপক তাকাকি কাজিটা।

ই-বার্তা/সালাউদ্দিন সাজু