জিডিপি প্রবৃদ্ধি ৭.৬৫ শতাংশ

ই-বার্তা ডেস্ক।।  চলতি অর্থবছরে বাংলাদেশের মাথাপিছু আয় দাঁড়িয়েছে এক হাজার ৭৫২ ডলার, যা আগের অর্থবছরে ছিল এক হাজার ৬১০ ডলার। এর ফলে আগের বছরের চেয়ে আয় বাড়ল ১৪২ ডলার।

 

এছাড়াও বৃদ্ধি পেয়েছে আমাদের জিডিপির প্রবৃদ্ধির অংক।  চলতি ২০১৭-১৮ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি হবে ৭ দশমিক ৬৫ শতাংশ। যেখানে চলতি অর্থবছরের জন্য লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিলো ৭ দশমিক ৪ শতাংশ। গত ২০১৬-১৭ অর্থবছরে এ প্রবৃদ্ধি ছিলো ৭ দশমিক ২ শতাংশ।

 

মঙ্গলবার সকালে রাজধানীর শের-ই-বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি- একনেকের সভায় প্রধানমন্ত্রীকে এসব তথ্য জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ।

 

মাথাপিছু গড় আয় এবং জিডিপি প্রবৃদ্ধি বাড়ায় দেশবাসীকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে প্রধানমন্ত্রীর সভাপত্বিতে চলতি অর্থবছরের ২১তম একনেক সভা অনুষ্ঠিত হয়।

 

এ সময় বিদ্যুৎ বিভাগের নেয়া আশুগঞ্জ ১৩২ কেভি নতুন জিআইএস উপকেন্দ্র প্রতিস্থাপন প্রকল্পসহ ১০টি উন্নয়ন প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়েছে।  বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী সংবাদিকদের বিস্তারিত জানাবেন।

 

ই-বার্তা/ডেস্ক