জীবন নিয়ে ফিরে এসেছিঃ মেজর হাফিজ

ই-বার্তা ডেস্ক ।।  ভোলা-৩ আসনের বিএনপি প্রার্থী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ নিরাপত্তাহীনতার মুখে জীবন নিয়ে সদরঘাট থেকে ফিরে এসেছি বলে মন্তব্য করেছেন।

 

ইসির কাছে এ সময় তিনি নিরাপত্তা চেয়ে লঞ্চ পর্যন্ত তুলে দেয়ার দাবি জানান।বৃহস্পতিবার নির্বাচন কমিশনে কমিশনার শাহাদত হোসেন চৌধুরীর কাছে লিখিত অভিযোগে এ দাবি জানান হাফিজ উদ্দিন।

 

ছয়বারের এই এমপি সাক্ষাৎ শেষে সাংবাদিকদের বলেন, ‘লঞ্চে উঠতে পারলে এলাকায় পৌঁছাতে পারব। এলাকায় যেতে পারলে ইসির নিরাপত্তা লাগবে না। তখন এলাকাবাসীই নিরাপত্তা দেবে।’

 

তিনি আরো বলেন, ‘বুধবার তাসরিফ-৪ নামের লঞ্চে করে নির্বাচনী এলাকা ভোলার লালমোহনে যাওয়ার কথা ছিল। সাড়ে ৬টার দিকে সদরঘাটে পৌঁছে জানতে পারেন ছাত্রলীগ-যুবলীগ লঞ্চের নিয়ন্ত্রণ নিয়েছে। তারা লঞ্চটিকে মাঝ নদীতে নিয়ে ৪০টি কেবিন ভাঙচুর এবং বিএনপি কর্মীদের মারধর করে। তিনি জীবন নিয়ে ফিরে এসেছেন।’এ সময় তিনি জনগণের জানমালের নিরাপত্তার জন্য এখনই সেনা মোতায়েনের দাবি জানান।

 

 

 

 

ই-বার্তা / ডেস্ক