জুতা পায়ে শহীদ মিনারে শিক্ষক-শিক্ষার্থীদের শপথ, সমালোচনার ঝড়

ই-বার্তা ডেস্ক।।  গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় জুতা পায়ে শহীদ মিনারের বেদীতে উঠে শিক্ষক ও শিক্ষার্থীরা শপথ বাক্য পাঠ করেছেন। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।   

রোববার উপজেলার রাজপাট বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনারে এ ঘটনা ঘটে।

জানা গেছে, রোববার সকালে কাশিয়ানী উপজেলার রাজপাট বহুমুখী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের শরীর চর্চা করানো হয়। এ সময় ওই স্কুলে নির্মিত শহীদ মিনারের শিক্ষক ও শিক্ষার্থীরা জুতা পায়ে ওঠে শপথ বাক্য পাঠ করেন।

শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করানোর ভিডিওটি রাজপাট বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ফেসবুক পেজে আপলোড করা হয়। এই ভিডিওতে শহীদ মিনার অবমাননার বিষয়টি স্পষ্ট হয়। যা নিয়ে তোলপাড় শুরু। কিছুক্ষণ পরই ভিডিওটি ফেসবুক থেকে সরিয়ে নেয় রাজপাট বহুমুখী উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ।

রাজপাট বহুমুখী উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক অনাদি রঞ্জন বিশ্বাস এ ঘটনায় দুঃখ প্রকাশ করে বলেন, শহীদ মিনারটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। যার কারণে বেদীটি বহুমুখী কাজে ব্যবহার করা হয়। তবে দ্রুত শহীদ মিনারটি ভেঙে ফেলা হবে।

ই-বার্তা/সালাউদ্দিন সাজু