জুয়াড়ি তৈরির কারখানা বিপিএল: ওলামা লীগ

ই-বার্তা ডেস্ক।।   আওয়ামী ওলামা লীগ বিপিএল জুয়াড়ি তৈরির কারখানা মন্তব্য করে এ খেলা নিষিদ্ধের দাবি জানিয়েছে।

গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচি থেকে এ দাবি জানায় সংগঠনটি। মানববন্ধনে ওলামা লীগসহ অংশগ্রহণ করে সমমনা ১৩টি দল।

ওলামা লীগ দাবী করে যে, – বিপিএলের নামে দেশকে জুয়াড়িদের আস্তানায় পরিণত করা হচ্ছে, যা সম্পূর্ণ সংবিধানবিরোধী। জুয়াড়ি তৈরির কারখানা বিপিএল, আইপিএল খেলা বন্ধ করতে হবে। এ সময় তারা দেশে বাল্যবিবাহ নিরোধে কাজ করা বেসরকারি উন্নয়ন সংস্থা ও প্রতিষ্ঠানকে নিষিদ্ধের দাবি জানায়।

মানববন্ধন কর্মসূচিতে বাংলাভাষী নাম দিয়ে ভারতের আসাম থেকে মুসলিম বিতাড়নের বিরুদ্ধে কূটনৈতিকভাবে জোরালো প্রতিবাদ জানানো হয়।এ সময় সংগঠনটি যানজট ও জনজট নিরসনে ঢাকার পরিবর্তে জেলা পর্যায়ে অফিস-আদালত, পোশাক কারখানা, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, বিভিন্ন কর্মক্ষেত্র বিকেন্দ্রীকরণ করার দাবি জানান।
মানববন্ধন কর্মসূচিতে  উপস্থিত ছিলেন ওলামা লীগের সভাপতি পীরজাদা মাওলানা আখতার হুসাইন বুখারী, সেক্রেটারি মাওলানা আবুল হাসান শেখ শরীয়তপুরী, কার্যকরী সভাপতি হাফেজ মাওলানা আবদুস সাত্তার, মাওলানা শওকত আলী শেখ ছিলিমপুরী, লায়ন মাওলানা আবু বকর সিদ্দীক প্রমুখ।

ই-বার্তা / রেজওয়ানুল ইসলাম