জেনে নিন স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের পাশের হার

ই-বার্তা ।।  চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষায় পৃথকভাবে ১০ বোর্ডের গড় পাসের হার জানা গেছে। আজ রবিবার (৬ মে) দুপুরে গণভবনে সংবাদ সম্মেলনে পাসের হার সংক্রান্ত তথ্য জানান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেওয়া ২০ লাখ ৩১ হাজার ৮৮৯ জন শিক্ষার্থী অংশগ্রহন করেছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এবার ১০ বোর্ডে গড় পাসের হার ৭৭ দশমিক ৭৭ শতাংশ। ৮টি সাধারণ বোর্ডে পাসের হার ৭৯.৪০ শতাংশ।

জিপিএ ৫ পেয়েছে ১ লক্ষ ১০ হাজার ৬২৯ জন।

এ ছাড়া মাদ্রাসা বোর্ডে (দাখিল) পাসের হার ৭০ দশমিক ৮৯ শতাংশ। কারিগরি বোর্ডে (ভকেশনাল) পাসের হার ৭১ দশমিক ৯৬ শতাংশ।

বেলা দুইটায় শিক্ষাপ্রতিষ্ঠান, ওয়েবসাইট ও মুঠোফোনে নির্ধারিত পদ্ধতিতে ফলাফল প্রকাশ করা হবে।

উল্লেখ্য, গত বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় ৮০ দশমিক ৩৫ শতাংশ শিক্ষার্থী পাস করে। এদের মধ্যে জিপিএ-৫ পায় ১ লাখ ৪ হাজার ৭৬১ জন।