জয়ের ধারায় ফিরল ভারত

ই-বার্তা ডেস্ক।।  ব্যার্থতার বৃত্ত ভেঙ্গে জয়ের ধারায় ফিরল ভারত। প্রথম ওয়ানডেতে অজিদের ৬ উইকেটে হারিয়ে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০তে এগিয়ে গেল স্বাগতিক ভারত। সর্বোচ্চ  ৮১ রান করেন কেদার যাদব।

শনিবার হায়দরাবাদে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭  উইকেটে ২৩৬ রান তুলতে সক্ষম হয় অস্ট্রেলিয়া।  সর্বোচ্চ ৫০ রান করেন ওপেনার উসমান খাজা।  লক্ষ্য তাড়া করতে নেমে মহেন্দ্র সিং ধোনি ও কেদার যাদবের দায়িত্বশীল ব্যাটিংয়ে ১০ বল হাতে রেখে জয় তুলে নেয় ভারত। 

এর আগে টি-টোয়েন্টি সিরিজে  (২-০) হেরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে হেরে সমালোচনায় পড়ে যায় বিরাট কোহলির দল। এই জয়ে সেই সমালোচনা কিছুটা হলেও ঘোচাল ভারত।

শনিবার হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিং করে সফরকারী অস্ট্রেলিয়া। দলীয় ০ রানেই ফেরেন  ফিন্স । যশপ্রিত বুমরাহর বলে উইকেটের পেছনে মহেন্দ্র সিং ধোনির হাতে ক্যাচ তুলে দিয়ে ফেরেন ফিঞ্চ।এরপর তিনে ব্যাটিংয়ে নামা স্টইনিসকে সঙ্গে নিয়ে ৮৭ রানের জুটি গড়ে দলকে কক্ষপথে আনেন  ওপেনার ওসমান খাজা। এরপর নিয়মিত বিরতিতে উইকেট পরতে থাকলে  চ্যালেঞ্জিং স্কোর গড়া সম্ভব হয়নি অস্ট্রেলিয়ার।  ৫৩ বলে ৩৭ রান করে ফেরেন স্টইনিস। ৭৬ বলে এক ছক্কা ও পাঁচটি চারের সাহায্যে ৫০ রান করে ফেরেন ওসমান।  শেষ দিকে ম্যাক্সওয়েলের ৫১ বলে গড়া ৪০, অ্যালেক্স কেয়ারির ৩৭ বলের অপরাজিত ৩৬ ও কোর্টনিলের ২৭ বলে গড়া ২৮ রানে ভর করে ২৩৬ রান তুলতে সক্ষম হয় অস্ট্রেলিয়া।  ভারতের হয়ে মোহাম্মদ সামী, কুলদীপ যাদব, ও যশপ্রিত বুমরাহ দুটি করে উইকেট শিকার করেন।

টার্গেট তাড়া করতে নেমে শুরুতেই শিখর ধাওয়ানের উইকেট হারায় ভারত। দ্বিতীয় উইকেটে বিরাট কোহলিকে সঙ্গে নিয়ে ৭৬ রানের জুটিতে ইনিংস মেরামত করেন রোহিত শর্মা।  এরপর ১৯ রানের ব্যবধানে কোহলি-রোহিত শর্মা ও আম্বাতি রাইডুর উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত।  সেই চাপ সামলে কেদার যাদবকে সঙ্গে নিয়ে অবিচ্ছিন্ন ১৪১ রানের জুটি গড়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন ধোনি।  দলের  ৮১ রান করেন যাদব। ৫৯ করেন ধোনি। 

ই-বার্তা/ আরমান হোসেন পার্থ