ঝিনাইদহে আ.লীগের দু’গ্রুপের সংঘর্ষে আহত ১৫

ই- বার্তা ডেস্ক।।   আধিপত্য বিস্তার নিয়ে ঝিনাইদহে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে ১০ নারীসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ছয় নারীকে গুরুতর অবস্থায় ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গতকাল শুক্রবার রাত ৯টার দিকে সদর উপজেলার হরিশংকরপুর ইউনিয়নের সিতারামপুর ও পরানপুর গ্রামে এ সংঘর্ষ হয়।

স্থানীয় সুত্রে জানা যায়, আধিপত্য বিস্তার নিয়ে সদর উপজেলার হরিশংকরপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান জেলা যুবলীগের সদস্য মাসুম ও সাবেক চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ফরিদ উদ্দিনের কর্মী-সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছে। এরই জের ধরে উভয় গ্রুপের কর্মী-সমর্থকরা দুটি গ্রামে দেশীয় অস্ত্রসহ ঢাল-সড়কি তরবারি নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ১০ নারীসহ ১৫ জন আহত হন। এ সময় বাড়ি-ঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সংঘর্ষে আহত খাদেজা বেগমের ভাই মাহফুজ জানান, রাতে অতর্কিত হামলা চালায় প্রতিপক্ষরা। আহত শাহেদা বেগমের ভাই অ্যাডভোকেট বদিউজ্জামান জানান, ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তার বোনকে আহত করা হয়েছে। বাড়ি-ঘর লুটপাট হয়েছে। হরিশংকরপুর ইউনিয়নের বাসিন্দারা আতঙ্কের মধ্যে দিনযাপন করছে।

এই বিষয়ে ঝিনাইদহ সদর থানা পুরিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান খান জানান, স্থানীয় দুই আওয়ামী লীগ নেতার কর্মী-সমর্থকরা নিজেদের মধ্যে প্রভাব বিস্তার নিয়ে তুচ্ছ কারণে সংঘর্ষে জড়িয়ে পড়ে। তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

ই- বার্তা / রেজওয়ানুল ইসলাম