টঙ্গীতে বোমা বিষ্ফোরণ ঘটিয়ে স্বর্ণের দোকানে ডাকাতি

ই-বার্তা ডেস্ক।।  গাজীপুরের টঙ্গীতে শ্যামল গোল্ড ওয়ার্কস নামে একটি স্বর্ণের দোকানে বোমা বিষ্ফোরণ করে ডাকাতি করা হয়েছে। এ সময় ডাকাতরা ৫০ ভরি স্বর্ণালঙ্কার ও দেড় লাখ টাকা লুটে নেয়।   

মঙ্গলবার রাতে টঙ্গীর নতুনবাজার এলাকার ভূঁইয়া টাওয়ারে এ ঘটনা ঘটে। ডাকাতের হামলায় স্বর্ণের দোকানের মালিক শ্যামল পোদ্দারসহ দুজন আহত হয়েছেন।

এদিকে এ ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে আটক করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে একটি তাজা বোমা ও একটি চাপাতি উদ্ধার করা হয়েছে। 

দোকান মালিক শ্যামল পোদ্দার জানান, রাতে চার-পাঁচজন লোক ক্রেতা সেজে দোকানের ভেতর প্রবেশ করে। এর পর হঠাৎ ডাকাত দলের সদস্যরা তার মাথায় অস্ত্র ঠেকিয়ে স্বর্ণালঙ্কার বের করে দিতে বলে। তিনি দোকানের প্রায় ৫০ ভরি স্বর্ণালঙ্কার বের করে দিলে ডাকাতরা দ্রুত ব্যাগে ভরে।

চলে যাওয়ার সময় দোকানের সামনে তিনটি হাতবোমা ফাটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। ঘটনাস্থলেই দুটি বোমা বিস্ফোরিত হয়।

বোমাগুলো ফাটানোর পরই আবদুল্লাহ স্টোর নামক বাজারের অপর একটি দোকান থেকে ২০ হাজার টাকা নিয়ে দ্রুত মাইক্রোবাস নিয়ে পালিয়ে যায়। যাওয়ার সময় রাস্তার ওপর আরও একটি হাতবোমা ফাটায় তারা। 

খবর পেয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ জাহিদ আহসান রাসেল এমপি ঘটনাস্থল পরিদর্শন করেন এবং পুলিশকে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত খুঁজে বের করে আইনের আওতায় আনার নির্দেশ দেন।

ই-বার্তা/সালাউদ্দিন সাজু