টানা দ্বিতীয়বার এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বে বাংলার মেয়েরা

ই-বার্তা ডেস্ক:  স্বাগতিক মিয়ানমারকে ১-০ গোলে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই টানা দ্বিতীয়বারের মতো এএফসি অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বে জায়গা করে নিলো বাংলাদেশের মেয়েরা। একমাত্র গোলটি আসে ম্যাচের ৬৮ মিনিটে। কর্নার থেকে মিডফিল্ডার মনিকা চাকমার বাঁকানো শট মিয়ানমার গোলরক্ষকের হাত ফসকে জালে জড়িয়ে গেলে জয়সূচক গোল পায় বাংলাদেশ।

শুক্রবার (১ মার্চ) মানডালার থিরি স্টেডিয়ামে এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বের দ্বিতীয় রাউন্ডে স্বাগতিকদের মুখোমুখি হন মান্দা-মনিকারা। স্বাগতিক দর্শকদের হতাশায় ডুবিয়ে শেষ পর্যন্ত জয়ও ছিনিয়ে এনেছেন মারিয়ারা।

ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে দুর্দান্ত পজিশন নিয়ে খেলতে থাকে বাংলাদেশ। মিয়ানমায়ারের রক্ষণে আঁখি-নাজমারা বেশ কয়েকবার আক্রমণ করেও প্রথমার্ধে কোন গোলের দেখা না পেলেও ম্যাচের প্রথম ও একমাত্র গোলটি আসে দ্বিতীয়ার্ধে।

এই জয়ে এএফসি অনূর্ধ্ব ১৬ চ্যাম্পিয়নশিপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করলো বাংলাদেশের মেয়েরা। এশিয়ার সেরা আট দেশ নিয়ে আগামী সেপ্টেম্বরে বসবে ওই আসর, সরাসরি খেলবে স্বাগতিক থাইল্যান্ড, বর্তমান চ্যাম্পিয়ন উত্তর কোরিয়া, রানার্সআপ দক্ষিণ আফ্রিকা ও জাপান। বাকি দলগুলো যেখানে বাংলাদেশের মতোই বাছাই পর্ব পেরিয়ে আসবে।

এরই মধ্যে এএফসি অনূর্ধ্ব ১৬ চ্যাম্পিয়নশিপের মূল পর্ব নিশ্চিত হলেও হাতে এক ম্যাচ রয়ে গেছে। আগামী ৩ মার্চ চীনের বিপক্ষে অনুষ্ঠেয় ওই ম্যাচ জিতলেই ‘বি’গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে ৬ পয়েন্ট নিয়ে মূল পর্বে যাওয়ার কৃতিত্ব অর্জন করলেন গোলাম রব্বানি ছোটনের শিষ্যরা।

ই-বার্তা// আরাফাত ইসলাম শুভ