টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিত

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিত হতে চলেছে, এমন জোর গুঞ্জন ছিল। অপেক্ষা ছিল আনুষ্ঠানিক ঘোষণার। করোনাভাইরাসের থাবায় একের পর এক আন্তর্জাতিক আসর স্থগিতের ধারাবাহিকতায় সেই ঘোষণাও এল। অক্টোবরে হতে যাওয়া টুর্নামেন্টটির সপ্তম আসর স্থগিত হয়ে গেছে।

সোমবার আইসিসির সভায় অস্ট্রেলিয়ায় হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিত করার সিদ্ধান্ত চূড়ান্ত হয়।

এর আগে অনেকগুলো আন্তর্জাতিক সিরিজ, এশিয়া কাপের মতো টুর্নামেন্টই পরিনত ছিল একই।

করোনা মহামারির সময়ে অনেকগুলো দেশের ভ্রমণ নিষেধাজ্ঞা, ভ্রমণের পর বাধ্যতামূলক ১৪ দিনের কোয়ারেন্টিন নিয়মের কড়াকড়ির মধ্যে বিশ্বকাপের মতো আসরের বাস্তবতা দেখছিলেন না বেশিরভাগই। খোদ আয়োজক দেশ অস্ট্রেলিয়াও এই অবস্থায় এমন টুর্নামেন্ট আয়োজনে সংশয়ের কথা জানিয়ে আসছিল।