টেকনাফে অস্ত্রধারী রোহিঙ্গা দুর্বৃত্তের গুলিতে আরেক রোহিঙ্গা যুবক নিহত

ই- বার্তা ডেস্ক।।   টেকনাফে অস্ত্রধারী রোহিঙ্গা দুর্বৃত্তের গুলিতে আরেক রোহিঙ্গা যুবক নিহত ও অপরজন আহত হয়েছে।

গত মঙ্গলবার রাতে টেকনাফের নয়াপাড়া শরণার্থী শিবিরের এইচ ব্লকে পারিবারিক বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটে।

নিহত ব্যাক্তির নাম মোহাম্মদ হোসেন। বাবার নাম আজিম উল্লাহ। এইচ ব্লকের ৬৪০নং শেড, ৬নং কক্ষে থাকত। শরণার্থী নং (এমআরসি) ৬১০০১ এবং আহত মো. ইলিয়াসের বাবার নাম মৃত শামসুদ্দিন। শরণার্থী নং (এমআরসি) ১২৩৬৫, শেড নং-৬৪৬, কক্ষ নং-৫। তাকে চিকিৎসার জন্য কক্সবাজারে পাঠানো হয়েছে।

নয়াপাড়া শরণার্থী ক্যাম্প পুলিশের আইসি, মো. কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সম্প্রতি র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত সশস্ত্র রোহিঙ্গা দলের নেতা নুরুল আলমের অনুসারী সাদেক, সেলিম, রফিক, নুর ছালাম ও জকিরের নেতৃত্বে দুর্বৃত্তরা এইচ ব্লকে এসে অতর্কিত হামলা করে। তারা মোহাম্মদ হোছেন ও ইলিয়াছকে লক্ষ্য করে গুলি করে। এ সময় সাধারণ রোহিঙ্গারা আতঙ্কে কেউ ঘর থেকে বের হয়নি। আধাঘণ্টা পর গুলিবিদ্ধ দু’জনকে শিবিরের হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।

এদিকে একটি সূত্র জানায়, দেড়-দুই বছর আগে মোহাম্মদ হোছেনের বিবাহিত বোন মরিয়মকে জোর করে বিয়ে করে ডাকাত সাদেক। এতে ক্ষুব্ধ হয়ে মরিয়মের স্বামী শুক্কুর ও মোহাম্মদ হোসেন সাদেক ডাকাতকে মারধর করে। তার জের ধরেই এই হত্যাকাণ্ড ঘটেছে।

ই- বার্তা / রেজওয়ানুল ইসলাম