টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ দুই ইয়াবা ব্যবসায়ী নিহত

ই-বার্তা ডেস্ক।।  কক্সবাজারের টেকনাফ উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই যুবক নিহত হয়েছেন। নিহতরা হলেন- জামাল (২৭) ও ইউনুচ (২১)। বিজিবি দাবি করেছে নিহত ব্যক্তিরা মাদক ব্যবসায়ী।  

সোমবার ভোরে উপজেলার দক্ষিণ দমদমিয়া এলাকায় এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।

টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. মোহাম্মদ ফয়সল হাসান খান জানান, গোপন খবরের ভিত্তিতে সোমবার ভোরে টেকনাফের দক্ষিণ দমদমিয়া এলাকায় সংঘবদ্ধ পাচারকারী চক্র ও ইয়াবার বড় চালানসহ ধরতে অভিযানে নামে বিজিবি সদস্যরা। 

এ সময় ইয়াবা ব্যবসায়ীরা বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে। আত্মরক্ষার্থে বিজিবির সদস্যও পাল্টা গুলি ছোড়ে। একপর্যায়ে বিজিবির অভিযানের মুখে পাচারকারীরা পিছু হটতে বাধ্য হয়। 

পরে ঘটনাস্থল থেকে দুটি দেশীয় তৈরি অস্ত্র, ৫০ হাজার ইয়াবা, তিন রাউন্ড কার্তুজ, তিনটি কিরিচসহ দুজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়।

তাদের প্রথমে টেকনাফ হাসপাতালে ও পরে সেখান থেকে কক্সবাজার সদর হাসপাতাল নেয়ার পথে দুজনের মৃত্যু হয়। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

ই-বার্তা/সালাউদ্দিন সাজু