টেকনাফে বন্দুকযুদ্ধে ৪ মাদক ব্যবসায়ী নিহত

ই-বার্তা ডেস্ক।।  কক্সবাজারের টেকনাফে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের সঙ্গে বন্দুকযুদ্ধে চারজন নিহত হয়েছে।  পুলিশ বলছে, নিহতরা সবাই মাদক ব্যবসায়ী।  শুক্রবার ভোরে টেকনাফের হোয়াইক্যংয়ের বরতলী এলাকায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুইজন নিহত হয়।

পুলিশ বলে, ওই এলাকায় ইয়াবা বেচাকেনা হচ্ছে এমন গোপন খবর পেয়ে পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়।  এসময় পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে মাদক ব্যবসায়ীরা।  পুলিশও পাল্টা গুলি চালায়।  পরে পাচারকারিরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে ওই দুই জনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়।  তাদের টেকনাফ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক কক্সবাজারে নিয়ে যাওয়ার কথা বলেন। কক্সবাজার নিয়ে যাওয়ার পথে তারা মারা যায়।  ঘটনাস্থল থেকে ৩টি দেশীয় অস্ত্র, ৪ রাউন্ড কার্তুজ, ২৩টি গুলির খোসা ও ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। 

নিহত দুইজন হলেন- নজির আহমদ (৩৩) ও গিয়াস উদ্দিন। নজির টেকনাফ পৌরসভার জালিয়াপাড়ার আবদুল জলিলের ছেলে।  আর গিয়াস উদ্দিন হোয়াইক্যং নয়াপাড়ার হাজি জাকরিয়া ছেলে।  বন্দুকযুদ্ধের ঘটনায় চার পুলিশ সদস্য আহত হয়েছেন।

ঘটনার সত্যতা স্বীকার করে টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান, লাশ দুটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। 

অন্যদিকে টেকনাফের নাজিরপাড়া মগপাড়া এলাকায় বিজিবির সঙ্গে বন্দুকযুদ্ধে আরও দুই জন নিহত হয়েছে।  এ ব্যাপারে টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আছাদুদ জামান চৌধুরী জানান, শুক্রবার ভোরে টেকনাফের নাজিরপাড়া মগপাড়া এলাকায় ইয়াবা পাচারের খবর পেয়ে টেকনাফ ২ বিজিবির একটি দল সেখানে অভিযান চালায়।  এসময় বিজিবিকে লক্ষ্য করে গুলি চালায় চোরাকারবারিরা।  বিজিবিও এসময় পাল্টা গুলি চালায়।  পরে ঘটনাস্থল থেকে দুটি গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়।  তবে লাশ দুটি পরিচয় পাওয়া যায়নি।  ঘটনাস্থল থেকে এক লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

ই-বার্তা/মোঃ সালাউদ্দিন সাজু