টেকনাফ সীমান্তে ২ লাখ পিস ইয়াবা উদ্ধার

ই-বার্তা ডেস্ক।।  টেকনাফে বিজিবি অভিযান চালিয়ে ৬ কোটি টাকা মূল্যের ২ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে।  হোয়াইক্যং ইউনিয়নের জীম্বংখালী এলাকায় ৭নং স্লুইস গেইটের পাশের খাল থেকে শুক্রবার মধ্যরাতে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

টেকনাফ ২ বর্ডার গার্ড বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ ফয়সল হাসান খান জানান, তারই নেতৃত্বে শুক্রবার মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে জীম্বংখালী বিওপি একটি টহলদল নিয়ে হোয়াইক্যং ইউনিয়নের জীম্বংখালী এলাকায় ৭নং স্লুইস গেইটের এক পাশে অবস্থান নেয়।  পরে নাফ নদী পার হয়ে খালের ভিতর দিয়ে একটি ডিঙ্গি নৌকা আসতে দেখে টহলদল চ্যালেঞ্জ করে।  বিজিবি টহলদলের উপস্থিতি টের পেয়ে ইয়াবা চোরাকারবারীরা খালের অপর পাড়ে অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে যায়।  পরবর্তীতে খালে ফেলে যাওয়া নৌকাটি তল্লাশি করে ২ লাখ পিস ইয়াবা পাওয়া যায়।  উদ্ধারকৃত ইয়াবার মূল্য ৬ কোটি টাকা।

উদ্ধারকৃত ইয়াবাগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে।  পরে উর্ধ্বতন কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর প্রতিনিধি, স্থানীয় ব্যক্তি ও গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে সেগুলো ধ্বংস করা হবে।

ই-বার্তা/সালাউদ্দিন সাজু