টেক্সাসের চীনা কনস্যুলেট বন্ধের নির্দেশ যুক্তরাষ্ট্রের

করোনা পরিস্থিতির মধ্যে নানা ইস্যুতে মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন। এর মধ্যে আগুনের ঘটনায় টেক্সাসে চীনা কনস্যুলেট বন্ধের নির্দেশ দিল মার্কিন সরকার।মঙ্গলবার যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ জানায়, চীন করোনাভাইরাস টিকা গবেষণায় হ্যাকিং করার চেষ্টা করছে।

হ্যাকিংয়ের সঙ্গে জড়িত থাকার জন্য দুজন চীনা নাগরিককে অভিযুক্ত করা হয়েছে।একইদিন রাতে টেক্সাসের হিউস্টনে চীনা কনস্যুলেট ভবন থেকে ধোঁয়ার কুন্ডুলি উড়তে দেখা যায়।

স্থানীয় সংবাদমাধ্যম জানাচ্ছে, গোপন নথি পুড়াতে গিয়ে আগুন লাগার এই ঘটনা ঘটে।আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মার্কিন পুলিশ। তবে তাদেরকে কনস্যুলেটের ভেতরে ঢুকতে দেওয়া হয়নি।

পরদিন বুধবার সকালে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় হিউস্টনে চীনা কনস্যুলেট শুক্রবারের মধ্যে বন্ধের নির্দেশ দেয়।এই ঘটনা প্রতিক্রিয়ায় বেইজিং জানায়, কনস্যুলেট বন্ধের এই নির্দেশ ‘চরম উসকানিমূলক’ এবং ‘নজিরবিহীন স্পর্ধা’।

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুমকি দেয় চীন সরকার।

শুরুতে উহান থেকে ভাইরাস ছড়ানোর জন্য বেইজিংকে দায়ী করে ওয়াশিংটন। এ নিয়ে একাধিকবার বিতর্কে জড়ায় দুই পক্ষ।

এরপর হংকং পরিস্থিতি, উইঘুর ইস্যুতে নিষেধাজ্ঞা, দক্ষিণ চীন সাগরে আধিপত্য, মিয়ানমারে চীনের প্রভাব নিয়েও চীনের সঙ্গে বিরোধে জড়ায় মার্কিন প্রশাসন।