টেলিযোগাযোগ খাতের জন্য নিবেদিত প্রাণ হয়ে কাজ করে যাচ্ছে বিটিআরসি

ই- বার্তা ডেস্ক।।   ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন যে, টেলিযোগাযোগখাতের জন্য নিবেদিত প্রাণ হয়ে কাজ করে যাচ্ছে বিটিআরসি।

বুধবার রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি ভবন নির্মাণের আনুষ্ঠানিক উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি বলেন, সব কাজের সমন্বয় করে যাচ্ছে। এতদিন সংস্থাটির নিজস্ব কোনো ভবন ছিল না। এবার সংস্থাটির নিজস্ব ভবন হতে যাচ্ছে। নতুন ভবনে এসে বিটিআরসি আরও ভালোভাবে কাজ করতে পারবে। 

মন্ত্রী আরো বলেন, নিয়ন্ত্রণকারী সংস্থা হিসেবে বিটিআরসির দায়িত্ব টেলিযোগাযোগ খাতের শৃঙ্খলা বজায় রাখা। তবে বিটিআরসি’র সামনে আপাতত কোনো চ্যালেঞ্জ নেই। যেসব কাজ আছে সংস্থাটি তা জনকল্যাণে নিজেরাই করতে পারবে।

অনুষ্ঠানে বিটিআরসির চেয়ারম্যান জহুরুল হক, ডাক ও টেলিযোগাযোগ সচিব অশোক কুমারসহ অন্যরা এসময় উপস্থিত ছিলেন।

ই- বার্তা / রেজওয়ানুল ইসলাম