টেস্টে বাতিল হচ্ছে না টস প্রথা

ই-বার্তা।।  কয়েকদিন ধরেই টেস্ট থেকে টস প্রথা উঠে যাওয়া নিয়ে নানা জল্পনা-কল্পনা চলছে।অবশেষে টেস্ট ক্রিকেট থেকে বাতিল হচ্ছে না ঐতিহ্যবাহী টস প্রথা। আন্তর্জাতিক ক্রিকেট কমিটি টেস্ট ক্রিকেট থেকে টস তুলে দেওয়ার ভাবনা থেকে সরে এসেছে। মঙ্গলবার আইসিসি’র পক্ষ থেকে এক বিবৃতিতে ক্রিকেট কমিটির এমন সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

কিছুদিন আগে প্রস্তাবিত হয়েছিল টসের বদলে অতিথি দলকে ব্যাটিং অথবা ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত নিতে দেওয়া হোক। কিন্তু ক্রিকেটের ঐতিহ্য তো তা নয়। ঐতিহ্য মেনে টেস্ট ক্রিকেটের অবিচ্ছেদ্য অঙ্গ হিসেবে টসকে রেখে দেওয়ারই সিদ্ধান্ত নিয়েছে আইসিসি’র ক্রিকেট কমিটি। দাবি উঠেছে, ভবিষ্যতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের কথা মাথায় রেখে হোম টিমকে ভালো পিচ বানানোর দায়িত্ব দেওয়া হোক।

ভারতের প্রাক্তন অধিনায়ক অনিল কুম্বলের সঙ্গে কমিটিতে রয়েছেন মাইক গ্যাটিং, মাহেলা জয়বর্ধনে এবং নিউজিল্যান্ড কোচ মাইক হেসন। প্রাক্তন অজি ওপেনার ডেভিড বুনও এই বিষয়ে একমত।