ট্রাম্পকে নিয়ে এরদোগান-কাতার আমির ফোনালাপ!

ই-বার্তা।। তুরস্কের দুটি পণ্যের ওপর আমেরিকার শুল্ক বৃদ্ধির পর দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান ও কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি টেলিফোনে আলাপ করেছেন।

 

সোমবার তাদের মধ্যে এই আলাপ হয় বলে তুর্কি প্রেসিডেন্ট অফিসের বরাত দিয়ে তুরস্কের প্রভাবশালী গণমাধ্যম ইয়ানি শাফাক খবর প্রকাশ করেছে। দুই নেতা দ্বিপাক্ষিক ও আঞ্চলিক বিভিন্ন ইস্যু নিয়ে আলাপ করেছেন। দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতে ভবিষ্যতে দুই দেশ আরও আন্তরিক হতে সচেষ্ট থাকবে।

 

উল্লেখ্য, সম্প্রতি ইরানের ওপর অর্থনৈতিক অবরোধ আরোপের পর আমেরিকা তুরস্কের স্টিল ও অ্যালুমিনিয়ামের ওপর আমদানি শুল্ক বৃদ্ধি করেছে। এর আগে কাতারের ওপর সৌদিসহ কয়েকটি আরব রাষ্ট্র অবরোধ আরোপ করলে তুরস্ক দেশটির পাশে দাঁড়িয়েছিল।ইরানের ওপর অবরোধ আরোপ ও তুরস্কের দুটি পণ্যে শুল্ক বৃদ্ধি করেছে আমেরিকা। এমন উত্তেজনার মধ্যে প্রভাবশালী এই দুই নেতার ফোনালাপ…

 

 

ই-বার্তা/ডেস্ক রিপোর্ট