ট্রাম্পকে পরাজয় মেনে নেয়ার কথা বললেন মেলানিয়া

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে পরাজয় মেনে নিতে ডোনাল্ড ট্রাম্পকে অনুরোধ করেছেন তার স্ত্রী ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। রবিবার সিএনএনএ’র খবরে এমনটা বলা হয়।

নাম প্রকাশ না করা সূত্রে সিএনএন তাদের প্রতিবেদনে এ তথ্য জানায়। ওই সূত্র সিএনএনকে বলে, তিনি শুনেছেন মেলানিয়া প্রেসিডেন্ট ট্রাম্পকে পরাজয় মেনে নিতে বলেছেন। মেলানিয়া সবসময় নিজের মত প্রকাশ করে থাকেন।

এর আগে নির্বাচনে পরাজয় স্বীকার করার বিষয়টি ট্রাম্পের কাছে তুলেছিলেন তার জামাতা জ্যারেড কুশনার। এ খবরও প্রকাশ করে সিএনএন। দুটি সূত্র এ তথ্য তাদের জানায় বলে প্রতিবেদনে বলা হয়।ট্রাম্পের একজন জ্যেষ্ঠ উপদেষ্টা জ্যারেড কুশনার। তার স্ত্রী ইভাঙ্কা ট্রাম্প। তিনিও ট্রাম্পের একজন জ্যেষ্ঠ উপদেষ্টা।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জো বাইডেন জয়ী হওয়ার পর পরাজয় মেনে নেওয়ার কোনো ইঙ্গিত দেননি ট্রাম্প। উল্টো তিনি দুষেছেন সংবাদমাধ্যমকে। ট্রাম্পের দাবি ভোট গণনায় জালিয়াতি হয়েছে।