‘ট্রাম্পের অভিশংসন শুনানিতে অংশ নেবে না হোয়াইট হাউজ’

ই-বার্তা ডেস্ক।।  প্রতিনিধি পরিষদের বিচার বিভাগীয় কমিটির চেয়ারম্যানের কাছে পাঠানো চিঠিতে হোয়াইট হাউজ জানিয়েছে, যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে চলা অভিশংসন তদন্তের শুনানিতে অংশ নেবে না তারা।  তদন্তকে ভিত্তিহীন বলেও উল্লেখ করেছে হোয়াইট হাউজ।   

বিচার বিভাগীয় কমিটির চেয়ারম্যান জেরল্ড নাডলারের কাছে লেখা চিঠিতে হোয়াইট হাউজের কাউন্সেল প্যাট সিপোলোনি বলেন, অভিশংসনের তদন্ত পুরোপুরি ভিত্তিহীন। কমিটি একটি প্রমাণও এখনো হাজির করতে পারেনি এবং শুনানিও সম্পূর্ণ শেষ হয়নি। অথচ এর আগেই স্পিকার ন্যান্সি পেলোসি অভিযোগ গঠনের নির্দেশ দিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক হাউজের এক কর্মকর্তা জানান, এই তদন্ত নিরপেক্ষ নয়। এখানে তদন্তের আগেই স্পিকার অভিযোগ গঠন করার নির্দেশ দেওয়ায় সেখানে যাওয়ার সুযোগ নেই।

প্রেসিডেন্ট ট্রাম্প এখনো ব্যক্তিগত মোবাইল ব্যবহার করছেন। প্রশাসনের কর্মকর্তারা বারবার সতর্ক করলেও তিনি সেই কাজটি বন্ধ করেননি। কর্মকর্তারা বলছেন, ব্যক্তিগত মোবাইল ব্যবহারে প্রেসিডেন্ট বিদেশি গোয়েন্দাদের নজরদারিতে থাকতে পারেন যা তার জন্য ঝুঁকি। 

ই-বার্তা/সালাউদ্দিন সাজু