ট্রাম্পের সাবেক সহযোগী ম্যানাফোর্টকে ৪৭ মাসের কারাদণ্ড

ই-বার্তা ডেস্ক ।।  যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনি প্রচার শিবিরের সাবেক ব্যবস্থাপক পল ম্যানাফোর্টকে ৪৭ মাসের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। তার বিরুদ্ধে আর্থিক তথ্য গোপন করার অভিযোগ উঠেছিল।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় ৭ মার্চ, বৃহস্পতিবার ভার্জিনিয়ার জেলা আদালতের বিচারক টি এস এলিস এই রায় দেন।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শুধু কারাদণ্ডই নয়, ম্যানাফোর্টকে ক্ষতিপূরণ হিসেবে দুই কোটি ৪০ লাখ ডলার এবং জরিমানা হিসেবে আরও ৫০ হাজার ডলার দিতে হবে।

প্রতিবেদনে আরও বলা হয়, ইউক্রেনে রাজনৈতিক পরামর্শক হিসেবে কাজ করতেন পল ম্যানাফোর্ট। এই কাজ করে পাওয়া কয়েক কোটি ডলারের তথ্য গোপন করার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। পরে দেশটির আদালত এই রায় দেয়।

এদিকে আগামী সপ্তাহে অবৈধভাবে লবিং করার অভিযোগে ম্যানাফোর্টের বিরুদ্ধে আরেকটি মামলার রায় হওয়ার কথা রয়েছে।

বার্তা /  তামান্না আলী প্রিয়া