ট্রাম্প-কিমের ফলাফলহীন বৈঠকের সমাপ্তি

ই-বার্তা ডেস্ক।।   কোনো ধরনের চুক্তি বা অর্জন ছাড়াই শেষ হলো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং-উনের মধ্যকার দু’দিনব্যাপী বৈঠক। মহা গুরুত্বপূর্ণ এই বৈঠক তাই বলা যায় ফলাফলহীন।

পূর্ব এশিয়ার দেশ ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে ২৭ ও ২৮ ফেব্রুয়ারি দু’দিনব্যাপী এ বৈঠকে দুই নেতার পক্ষ থেকে ‘পরমাণু নিরস্ত্রীকরণের’ ঘোষণার প্রত্যাশা করা হচ্ছিল। কিন্তু ট্রাম্প-কিমের দ্বিতীয় ঐতিহাসিক এ বৈঠক শেষে হোয়াইট হাউস হতাশার কথাই জানালো।

বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) বৈঠক শেষে এক বিবৃতিতে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি সারাহ স্যান্ডার্স বলেন, এবারের বৈঠকে কোনো ধরনের চুক্তি হয়নি। তবে ভবিষ্যতে পুনরায় বৈঠক হবে বলে আশা করা হচ্ছে।

ট্রাম্প স্যান্ডার্সের বিবৃতির আগে সংবাদমাধ্যমকে বলেন, সবকিছু নিষেধাজ্ঞাকে ঘিরে আটকে গেছে। তারা নিজেদের ওপর নিষেধাজ্ঞা পুরোপুরি তুলে নেওয়ার আবদার করেছে, যা আমরা পারিনি। আসলে কিছু সময় আসে যখন আপনাকে ফিরে আসতে হবে, এটা তেমনই এক সময়।

ট্রাম্প-কিমের বৈঠকের পর হোয়াইট হাউসের কর্মসূচি অনুযায়ী একটি যৌথ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান হওয়ার কথা থাকলেও তা ভেস্তে যায়। পরে সাংবাদিকদের ট্রাম্প বলেন, আপাতত তৃতীয় বৈঠকের কোনো পরিকল্পনা নেই।

এর আগে বুধবার প্রথম দিনের বৈঠক শেষে একসঙ্গে নৈশভোজ সারেন ট্রাম্প ও কিম। সেই অনুষ্ঠানে তারা আলোচনার সারসংক্ষেপ তুলে ধরেন। তখন দু’জনকেই উৎফুল্ল দেখা যায়।

উল্লেখ্য, ২০১৭ সালে থেকে কোনো ধরনের পারমাণবিক কিংবা আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়নি উত্তর কোরিয়া।

ই-বার্তা/ মাহারুশ হাসান