ডগন গোষ্ঠীর হামলায় মালিতে নিহত ১০০

ই-বার্তা ডেস্ক।।  আফ্রিকার দেশ মালির একটি গ্রামে ডগন জনগোষ্ঠীর হামলায় ১০০ জন নিহত হয়েছে।সোমবার মালির সাংগা শহরের নিকটবর্তী সোবালে কোও গ্রামে ডগনদের সংঘবদ্ধ একটি দল ওই হামলা চালায়। 

স্থানীয় একজন কর্মকর্তার বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, মৃতদেহগুলো আগুনে পোড়া ছিল।  আরও মরদেহ উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। 

মালিতে সাম্প্রতিক মাসগুলোতে অসংখ্য হামলা হয়েছে।  এর মধ্যে কিছু জাতিগত এবং কিছু জিহাদি গ্রুপ দ্বারা পরিচালিত। চলতি বছরের মার্চ মাসেও এই অঞ্চলে ডগন শিকারিদের পোশাক পরা সশস্ত্র বাহিনীর হামলায় ফুলানি গ্রামে প্রায় ১৩০ জনের মৃত্যু হয়।

২০১২ সালের ইসলামপন্থী জঙ্গি বিদ্রোহের পর থেকে মালিতে ডগন ও ফুলানিদের মধ্যে সংঘর্ষ বেড়েই চলেছে।

ই-বার্তা/সালাউদ্দিন সাজু