ডাকসুর জন্য শীর্ষ নেতাদেরই বেছে নিচ্ছে ছাত্রলীগ

ই- বার্তা ডেস্ক।।   ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ছাত্রলীগের শীর্ষ নেতারাই সংগঠনটির পক্ষ থেকে চূড়ান্ত মনোনয়ন পাচ্ছেন।

কেন্দ্রীয় সংসদের ভিপি-জিএস পদে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুর শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর নাম চূড়ান্ত করেছে আওয়ামী লীগ সভানেত্রী কর্তৃক গড়ে দেয়া সমন্বয় কমিটি।

আজ শনিবারের মধ্যে প্যানেল চূড়ান্ত করে আগামীকাল বা পরশু একসঙ্গে মনোনয়ন সংগ্রহ করবে সংগঠনটির নেতারা।

সুত্র থেকে জানা গেছে, ডাকসু নির্বাচনে ছাত্রলীগের শীর্ষ নেতৃত্বের বাইরে প্রার্থী নির্বাচন করলে সংগঠনে নেতিবাচক প্রভাব ফেলবে বলে আওয়ামী লীগের হাইকমান্ডকে বুঝিয়েছে সংগঠনটির নেতারা। বিষয়টি বিবেচনায় নিয়ে শীর্ষ নেতাদের মনোনয়ন দেয়া হচ্ছে।

কমিটির এক সদস্য বলেন, গতরাতে আমরা গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছি। তিনি ভিপি-জিএস পদে শোভন-রাব্বানীর নাম চূড়ান্ত করেছেন। এছাড়া অন্য পদগুলো আমাদের ঠিক করার নির্দেশনা দিয়েছেন।

কেন্দ্রীয় সংসদে ২৫জন প্রার্থী হচ্ছেন সংগঠনটির হেভিওয়েট নেতারা। এছাড়াও হল ছাত্র সংসদের ভিপি-জিএস পদেও মনোনয়ন পাচ্ছেন গত হল কমিটি, বিশ্ববিদ্যালয় ও কেন্দ্রীয় কমিটির নেতারা। হল সংসদে মূল্যায়ন করা হবে জুনিয়রদেরও। যারা বর্তমানে হলের নেতৃত্বে আসার চেষ্টা করছেন, সক্রিয় রয়েছেন সাংগঠনিক কর্মসূচিতে।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে ভিপি-জিএসসহ পদ রয়ছে ২৫টি। অন্যদিকে হল সংসদে ভিপি-জিএসসহ পদ রয়েছে ১৩টি। সে হিসেবে ডাকসু ও হল সংসদে সর্বমোট পদ ২৫৯টি। ডাকসুর ২৫টি পদ ও হল সংসদের ভিপি-জিএস-এসজিএস পদে দলীয় মনোনয়ন পেতে মরিয়া সংগঠনটির অনেক নেতা। ইতোমধ্যে জোর তদবির শুরু করেছেন তারা। নিয়মিত আওয়ামী লীগের হাইকমান্ড ও দলীয় সভানেত্রীর করে দেয়া কমিটির সদস্যদের সঙ্গে যোগাযোগ রাখছেন। নিজেকে যোগ্য প্রমাণে সক্রিয় রয়েছেন সাংগঠনিক কর্মসূচিতে।

ই- বার্তা / রেজওয়ানুল ইসলাম