ডাকসুর নির্বাচিতরা শনিবার গণভবনে যাচ্ছেন

ই-বার্তা ডেস্ক।।  ডাকসু এবং হল সংসদের নির্বাচনে বিজয়ী ছাত্র নেতৃবৃন্দগণ আগামী শনিবার বিকেলে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন।  আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে খবরটি জানা গেছে। ।

২৮ বছর পর হওয়া এই নির্বাচনে ২৫ টি পদের মধ্যে ২৩ টিতেই জয়লাভ করেছে ক্ষমতাসীন দলের ছাত্রসংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা।  তবে সংগঠনটির সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভনকে পরাজিত করে ভিপি পদে নির্বাচিত হন কোটা সংস্কার আন্দোলনের নেতা নুরুল হক নুর।

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার বিষয়টি জানতে চাইলে নুর সাংবাদিকদের বলেন, ‘শনিবার গণভবনে দেখা করতে যাওয়ার বিষয়টি আমি শুনেছি।  তবে এখনও অফিশিয়ালি কোনো কিছু শুনিনি।  আমন্ত্রণ পেলে অবশ্যই যাবো। কারণ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সবার প্রধানমন্ত্রী।  তিনি ডাকলে আমি অবশ্যই উনার সঙ্গে দেখা করতে যাবো।’

দীর্ঘ ২৮ বছর পর গত ১১ মার্চ অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে বিশাল বিজয় এসেছে ছাত্রলীগের।  কিন্তু ভিপি পদে ছাত্রলীগ সভাপতি শোভনের পরাজয়ের কারণে উৎসবের আমেজ নেই আওয়ামী লীগ শিবিরে।

ই-বার্তা / আরমান হোসেন পার্থ