ডাকসু নির্বাচন স্থগিত চেয়ে রিট

ই-বার্তা ডেস্ক।।  ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন স্থগিত চেয়ে রিট করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের ছাত্রী বিষয়ক সম্পাদক ফাহমিদা মজিদ।

রোববার ফাহমিদা মজিদের পক্ষে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদনটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।  আইনজীবী কাজল গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, রিট আবেদনকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী।  অথচ ভোটার তালিকায় তার নাম নেই।  এজন্য তিনি বিদ্যমান বিধি অনুযায়ী নির্বাচন করতে এবং ভোটাধিকার প্রয়োগ থেকে বঞ্চিত হচ্ছেন।  যার পরিপ্রেক্ষিতে বিষয়টি চ্যালেঞ্জ করে ওই নেত্রী রিট আবেদন করেছেন।  

রিটকারীর আইনজীবী আরও জানান, আগামীকাল সোমবার বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ রিটের শুনানি হতে পারে। 

উল্লেখ্য, দীর্ঘ ২৮ বছর পর আগামী ১১ মার্চ ডাকসু নির্বাচন হতে যাচ্ছে। নির্বাচনে ছাত্রলীগ, ছাত্রদলসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্য সংগঠনগুলো অংশ নিতে যাচ্ছে।

ই-বার্তা/মোঃ সালাউদ্দিন সাজু