ডাকসু নির্বাচনে শিক্ষার্থীরা প্রাণের সঞ্চার ফিরে পেয়েছেঃ হানিফ

ই-বার্তা ডেস্ক।।  বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোজাফফর আহমেদ চৌধুরী অডিটোরিয়ামে আয়োজিত এক নবীন বরণ অনুষ্ঠানে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, আগামী ১১ মার্চ অনুষ্ঠিত হতে যাওয়া ডাকসু নির্বাচন শিক্ষার্থীদের মাঝে প্রাণের সঞ্চার করেছে।

তিনি বলেন, শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে প্রাণের সঞ্চার করেনি, এটি সারা বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে প্রাণের সঞ্চার করেছে।  ডাকসু হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আস্থার জায়গা, যেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নির্বিঘ্নে তাদের দাবি-দাওয়ার কথা তুলে বলতে পারেন।

হানিফ বলেন, ডাকসু নির্বাচনের মাধ্যমে যে নেতৃত্ব নির্বাচিত হবে তাদের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের সুযোগ সুবিধা নিশ্চিত ও দাবি-দাওয়া পূরণের জন্য মুখ্য ভূমিকা রাখবে।  ছাত্ররা ডাকসু নির্বাচনে ভোট দেওয়ার মাধ্যমে তাদের সচেতনতার পরিচয় দেবে।  

রাজনৈতিক প্রতিহিংসার বিষয় উল্লেখ করে হানিফ আরও বলেন, ২০০১ সালে বিএনপি ক্ষমতায় থাকাকালীন টিউলিপ নামের একটি ডাচ কোম্পানি বাংলাদেশের তরুণ শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে কম্পিউটার বিতরণ করতে চেয়েছিলো।  কিন্তু কোম্পানির নাম বঙ্গবন্ধুর নাতনীর নামে হওয়ায় তিনি প্রজেক্ট বাতিল করে দেন।  সেটার জন্য দেশ দীর্ঘ মেয়াদে পিছিয়ে পরে।

ছাত্রদলকে উদ্দেশ্য করে তিনি বলেন, পেট্রোল দিয়ে মানুষ পুড়িয়ে হত্যাকারীদের যারা সমর্থন করে তারা আর যাইহোক ছাত্র সমাজের প্রতিনিধি করতে পারে না।

ই-বার্তা/মোঃ সালাউদ্দিন সাজু