ডানহাতে ব্যাট করার রহস্য জানালেন ওয়ার্নার

ই-বার্তা ডেস্ক।।   গতকাল সিলেট সিক্সার্সের হয়ে ওয়ার্নার শুরুটা করেছিলেন দারুণ।  কিন্তু হঠাত করেই গেইলের ২য় ওভারের চতুর্থ বলে ডানহাতি হয়ে যান ওয়ার্নার। পরপর তিন বলে হাঁকান এক ছয় ও দুই চার। এবার সেই রহস্যের কথাই বললেন ওয়ার্নার।

ম্যাচ শেষে ওয়ার্নার জানান, বামহাতি ব্যাটসম্যান হয়েও কীভাবে পেয়েছিলেন ডানহাতে উড়িয়ে মারার সাহস-‘আমি গলফ খেলি ডান হাতে। তাই ভাবলাম, ডানহাতি ব্যাটসম্যান হয়ে দেখি উড়িয়ে মারতে পারি কি না। একটা ব্যাপার মাথায় আসছিল, যে- আমি ক্রিস গেইলকে মারতে পারছি না।’

ওয়ার্নারের দিক পরিবর্তনকে নিয়ে বিস্ময়ের কথা বলছেন রংপুর রাইডার্সের পেসার শফিউল ইসলামও। সংবাদ সম্মেলনে তিনি জানান, ‘সে তো ডান হাতে ব্যাটিং করে, রিভার্স সুইপ ভালো খেলে। সে মনে করেছে এতে খেললে সফল হবে, সফল হয়েছে। ও ভালো করেছে। এটা অবাক হওয়ার মতোই। নিজের পরিকল্পনায় সে সফল হয়েছে।’

ই-বার্তা/ মাহারুশ হাসান