ডিএনসিসি নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

ই-বার্তা ।।  ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে একটি রিট করা হয়েছে। রিট আবেদনের শুনানি শেষে আগামীকাল বুধবার আদেশের দিন ধার্য করেছেন আদালত।

 

মঙ্গলবার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই দিন নির্ধারণ করেন।

 

এর আগে সকালে ডিএনসিসির নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদনটি করেন ভাটারা ও বেরাইদ ইউনিয়নের দুই চেয়ারম্যান।

 

আদালতে রিটকারীর পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী আহসান হাবিব।

 

উল্লেখ্য, ঢাকা উত্তরের মেয়র আনিসুল হক মারা যাওয়ায় উপনির্বাচনের জন্য তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী, আগামী ২৬ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে