‘ডু অর ডাই’ ম্যাচে সাকিবদের মুখোমুখি কোহলিরা

ই-বার্তা। ।  ঘরোয়া ক্রিকেট লিগের সবচেয়ে জমজমাট আসর আইপিএল। অার এবারের আইপিএলে প্লে অফের উঠার লড়াইটা বেশ জমে উঠেছে। হায়দ্রাবাদ আর চেন্নাই এই দুই দল নিশ্চিত করেছে শেষ চার। আর বাকি দুই দল, এই মুহূর্তে শেষ চারের লড়াইয়ে পাঁচ দল। কলকাতা, মুম্বাই, পাঞ্জাব, রাজস্থান ও বেঙ্গালুরু। এ দৌড়ে এখনো টিকে আছে কোহলিরা।

আর জিতলে সম্ভাবনা টিকে থাকবে, হারলেই ছিটকে যাবে। এমন সমীকরণ নিয়ে আজ সাকিব আল হাসানের সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হবে বিরাট কোহলির দল।

বেঙ্গালুরুর ঘরের মাঠে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়। ১২ ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার সপ্তম স্থানে আছে বেঙ্গালুরু। এই ম্যাচে জয় পেলে পঞ্চম স্থানে উঠে আসবে তারা। শুরুটা আশাব্যঞ্জক হয়নি কোহলি-ডি ভিলিয়ার্সদের। মাঝপথেও পারফরম্যান্সটা ছিল গড়পড়তা। তবে শেষ দিকে এসে জ্বলে উঠেছেন তারা। এটিই আশা জাগাচ্ছে ভক্ত-সমর্থকদের।

এবারের আইপিএলে দারুণ ছন্দে আছে সানরাইজার্স। সবার আগে প্লে অফে খেলা নিশ্চিত করেছে অরেঞ্জ আর্মিরা। ১২ ম্যাচে ৯ জয়ে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলে সবার উপরে তারা। দ্বিতীয় স্থানে থাকা চেন্নাইয়ের পয়েন্ট ১৬।