ডেঙ্গু দমনে কলকাতার মেয়রের পরামর্শ নিলেন তাজুল ইসলাম

ই-বার্তা ডেস্ক।।  ভারতের পশ্চিমবঙ্গ কলকাতা পৌরসভা এখন ডেঙ্গুমুক্ত।  এ কারণে বাংলাদেশের ডেঙ্গু নিয়ন্ত্রণে কলকাতা মিউনিসিপাল  করপোরেশনের মেয়র এবং পশ্চিমবঙ্গের নগর উন্নয়নবিষয়ক মন্ত্রী ফিরহাদ হাকিমের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম।   

গতকাল শনিবার দুপুরে কলকাতা পৌরসভায় অনুষ্ঠিত এ বৈঠকে উপস্থিত ছিলেন করপোরেশনের ডেপুটি মেয়র এবং মেয়র পরিষদ (স্বাস্থ্য) অতীন ঘোষ, বাংলাদেশের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য, মন্ত্রণালয়ের সচিবসহ অন্যরা।

কলকাতা পৌরসভা ডেঙ্গু মোকাবিলায় কী কী পদক্ষেপ নিয়েছে, তা নিয়ে সবিস্তারে বাংলাদেশ প্রতিনিধিদলের সামনে তুলে ধরে। বৈঠকে ফিরহাদ হাকিম ও অতীন ঘোষ উভয়েই বাংলাদেশ প্রতিনিধিদলকে প্রথমেই মশার উৎসকে (জমা পানি, ভূগর্ভস্থ নালা পরিষ্কার) নষ্ট করার পরামর্শ দেন।

বৈঠক শেষে তাজুল ইসলাম বলেন, ‘কলকাতায় একটা সময় ডেঙ্গুর খুব প্রাদুর্ভাব ছিল। কীভাবে তারা সেটাকে মোকাবিলা করেছে, সে ব্যাপারে স্থানীয় সরকারমন্ত্রী হিসেবে আমি এবং আমার প্রতিমন্ত্রী ও সচিব আলোচনা করেছি।’

কলকাতা পৌরসভার অন্তর্গত এলাকায় যেভাবে সম্পূর্ণ ডেঙ্গুমুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে, সে পরিকল্পনা বাংলাদেশ অবিলম্বে বাস্তবায়ন করতে পারবে বলেও জানান তাজুল ইসলাম।

মন্ত্রী আরো বলেন, ‘আমরা বন্ধুপ্রতিম দেশ এবং পরস্পরের সমস্যাগুলো নিজের সমস্যা হিসেবে মনে করি। সে কারণে আমরা কলকাতার মেয়র ও ডেপুটি মেয়রের সঙ্গে বৈঠক করলাম। এই বৈঠক আমাদের সম্পর্ককে বৃদ্ধি করেছে।’

কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলেন, ‘বাংলাদেশ আমাদের বন্ধু দেশ, এর সঙ্গে আমাদের আত্মীয়তার সম্পর্ক। সে দেশে আমরা যদি কিছু মত ও জ্ঞান বিনিময় করতে পারি, তবে আমরা নিজেদের ধন্য মনে করব।’

ই-বার্তা/সালাউদ্দিন সাজু