ডেঙ্গু নিয়ন্ত্রণে প্রত্যেক ওয়ার্ডে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করুন

ই-বার্তা ডেস্ক।।  এডিস মশা এবং ডেঙ্গু নিয়ন্ত্রণে ওয়ার্ড পর্যায়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম আরও জোরদার করার কথা জানিয়েছেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার।

শুক্রবার ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৬ নং ওয়ার্ডে এডিস মশা নিয়ন্ত্রণে নাগরিক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আয়োজিত এক র‌্যালিতে প্রধান অতিথির বক্তৃতায় এই আহ্বান জানান তিনি। 

তিনি বলেন, ‘ওয়ার্ড কাউন্সিলে প্রয়োজনীয় যন্ত্রপাতি, মশা নিধনের ঔষধ ও জনবল সরবরাহ করে এই প্রতিষ্ঠানকে আরও শক্তিশালী করতে হবে।’

চিকিৎসকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘সম্ভব হলে গরীব রোগীদের বিনামূল্যে চিকিৎসা করান। কিন্তু কারো কাছ থেকে ডেঙ্গু সনাক্তকরণ পরীক্ষার জন্য সরকার নির্ধারিত ফি’র চেয়ে বাড়তি টাকা আদায় করা যাবে না। সকল হাসপাতালে অধিক সংখ্যক ডেঙ্গু রোগীর চিকিৎসার ব্যবস্থা নেওয়া হয়েছে।’

প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে নিজ নিজ এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করতে হবে। এডিস মশা ও ডেঙ্গু সম্পর্কে জনগণকে আরও সচেতন করতে হবে।’

এসময় ডেঙ্গু খুব দ্রুতই নিয়ন্ত্রণে আসবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

ই-বার্তা/সালাউদ্দিন সাজু