ডেঙ্গু প্রতিরোধে সরকারের পদক্ষেপ যথার্থ নয়ঃ হাইকোর্ট

ই-বার্তা ডেস্ক।।  ডেঙ্গু প্রতিরোধে সরকারের পদক্ষেপ পর্যাপ্ত নয় বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। এ সময় ডেঙ্গু রোধে গাফিলতি ও ব্যর্থতায় দায়ীদের চিহ্নিত করতে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের নিদের্শও দিয়েছেন আদালত।   

আজ সোমবার সকালে বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মোহাম্মদ সোহরাওয়ার্দীর বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে, ডেঙ্গু নিয়ে প্রতিবেদন জমা দেয় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তর। প্রতিবেদনে দক্ষিণ সিটি জানায়, এডিস মশা নির্মূলে গত ১০ আগস্ট থেকে নতুন ওষুধ ডেল্টামেথরিন ছিটানো হচ্ছে। আর, স্থানীয় সরকার মন্ত্রণালয় প্রতিবেদনে জানিয়েছে ডেঙ্গু ও চিকনগুনিয়ার মতো রোগ প্রতিরোধে দীর্ঘ মেয়াদি পরিকল্পনা প্রণয়নের কাজ চলছে।

এ ছাড়া, সারা দেশে ডেঙ্গু রোগীর সংখ্যা কমে আসছে জানিয়ে হাইকোর্টে প্রতিবেদন জমা দেয় স্বাস্থ্য অধিদপ্তর। 

ই-বার্তা/সালাউদ্দিন সাজু