ডেঙ্গু সচেতনতা বৃদ্ধিতে মাঠে নেমেছেন সাকিব

ই-বার্তা ডেস্ক।।  রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় বেড়েছে ডেঙ্গুর প্রকোপ বেড়েই চলেছে। মানুষের মনে নিয়ে শঙ্কা থাকলেও শুরু থেকে সচেতন হলে জটিলতা অনেকটাই এড়ানো সম্ভব। ডেঙ্গুর সচেতনতা বৃদ্ধি করতে এবার মাঠে নেমেছেন সাকিব আল হাসান।  

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় বনানীর বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজে ডেঙ্গুবিষয়ক সচেতনতামূলক কার্যক্রমে উপস্থিত হন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব।

এ সময় সাকিব বলেন, আমার একবার ডেঙ্গু হয়েছিল। তাই আমি জানি এটা কতটা কষ্টকর। দেশের অনেকে সিরিয়াস অবস্থায় আছে, অনেকে মারা যাচ্ছে। আমাদের সচেতন হতে হবে। নয়তো এই রোগ থেকে প্রতিকার পাওয়া সহজ হবে না। যতক্ষণ পর্যন্ত আমরা সঠিকভাবে জানতে পারব আমাদের কী করা উচিত, কোনো লাভ হবে না। 

তিনি আরও বলেছেন, আমি যতদূর জানি বনানী বিদ্যানিকেতনে সাড়ে ৬ হাজার ছাত্র আছে। মানে সাড়ে ৬ হাজার পরিবার। তারা যদি একটা পরিবারকেও বলে তাহলে ১৩ হাজার পরিবার জেনে যাচ্ছে। এটা যদি সামান্য পরিমাণেও কাজে আসে, তাহলে আমার এই প্রচারণা সার্থক হবে। 

ই-বার্তা/সালাউদ্দিন সাজু