ডোপিং জগত থেকে চেনা রুপে ফিরেছে রাসেল

ই-বার্তা ডেস্ক।।  আইপিএলে ভালো সময় পাড় করছেন ক্যারিবিয়ান অল-রাউন্ডার আন্দ্রে রাসেল।  তার জীবনের সেরা ফর্মের বদৌলতে সব জায়গায় তাকে নিয়ে আলোচনা হলেও আলোচনায় নতুন করে ডানা বেঁধেছে তার বিরুদ্ধে আনা ডোপিংয়ের অভিযোগ।  

২০১৫ সালে রাসেলের বিরুদ্ধে ডোপিংয়ের অভিযোগ আনে জ্যামাইকার অ্যান্টি ডোপিং কমিশন।  তা সত্য প্রমাণিত হলে এক বছর নিষিদ্ধ হন তিনি।  সর্বোপরি ড্রাগস কিংবা রঙিন দুনিয়ার সঙ্গে নিজেকে মিশিয়ে দেননি রাসেল।  সদর্পে ফিরে আসেন।  এখন বিশ্বের জনপ্রিয় সব ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ দাপিয়ে বেড়াচ্ছেন। 

রাসেল এবারের আইপিএলে এখন পর্যন্ত চার ইনিংসে ব্যাট করে রান করেছেন ২০৭। ইসিংসে যথাক্রমে তার রান ৪৯*, ৪৮, ৬২ ও ৪৮*।  প্রতিটি ইনিংসেই স্ট্রাইক রেট আড়াইশর ওপর, ২৬৮.৮৩।

ই-বার্তা/সালাউদ্দিন সাজু