ঢাকার নৌপথ আবার পুরোনো রুপে ফিরবেঃ প্রতিমন্ত্রী

ই-বার্তা ডেস্ক।।  দূষণ আর দখলদারিত্বে চলছে বর্তমান ঢাকার নৌ-খাত।  আগামী ১০ বছরের মধ্যে ঢাকার নৌপথ পুরানো রুপে ফিরিয় আনা হবে।   

শনিবার রাজধানীতে নৌ নিরাপত্তা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা জানান নৌপরিবহন প্রতিমন্ত্রী এবং আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী।

নদী ‘দূষণ, দখল মুক্ত করি, নৌ যাত্রা নিরাপদ করি, বিশ্বমানের নৌ ব্যবস্থার স্বপ্ন সফল করি’ এ স্লোগানকে সামনে রেখে আজ ৩০ মার্চ (শনিবার) থেকে ৫ এপ্রিল পর্যন্ত দেশব্যাপী ‘নৌ নিরাপত্তা সপ্তাহ ২০১৯’ এর উদ্বোধন করেন তিনি। ‘নৌ নিরাপত্তা সপ্তাহ ২০১৯’  উপলক্ষে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে একটি নৌ র‌্যালি বের করা হয়।

নৌপরিবহন অধিদফতরের মহাপরিচালক কমডোর সৈয়দ আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. আবদুস সামাদ, বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর এম মাহবুব উল ইসলাম, নৌ পুলিশের ডিআইজি শেখ মুহাম্মদ মারুফ হাসান, বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. নুরুল হক প্রমুখ।

ই-বার্তা/সালাউদ্দিন সাজু