ঢাকা উত্তর সিটি নির্বাচনে বৈধ পাঁচ প্রার্থী

ই-বার্তা ডেস্ক।।  ঢাকা উত্তর সিটি করপোরেশন উপনির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত আতিকুল ইসলামসহ পাঁচ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।  ঋণখেলাপির অভিযোগে মেয়র পদে মনোনয়ন বাতিল করা হয়েছে ব্যান্ডশিল্পী শাফিন আহমেদের। 

শনিবার যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা ও ইসির যুগ্ম সচিব আবুল কাশেম পাঁচ প্রার্থীর মনোনয়ন বৈধ এবং শাফিনের মনোনয়ন বাতিল ঘোষণা করেন ।

বৈধ প্রার্থীরা হলেন- আওয়ামী লীগ মনোনীত আতিকুল ইসলাম, এনপিপির আনিসুর রহমান দেওয়ান, এনডিএমের ববি হাজ্জাজ, পিডিপির শাহীন খান ও স্বতন্ত্র প্রার্থী আব্দুর রহিম। মেয়র পদে উপনির্বাচন করতে ২৬ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করলেও জমা দিয়েছিলেন মাত্র ৬ জন।  এর আগে  এ নির্বাচন বয়কট করেছে বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্ট।

আগামী ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদের উপনির্বাচন । প্রার্থীদের মনোনয়ন দাখিলের শেষ দিন ৩০ জানুয়ারি।

প্রসঙ্গত,মেয়র আনিসুল হক মারা যাওয়ায় ডিএনসিসির মেয়র পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।

ই-বার্তা/মোঃ সালাউদ্দিন সাজু