ঢাবিতে আন্দোলনকারীদের ওপর ফের হামলা

ডেস্ক রিপোর্ট ।। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের নেতাকর্মীরা ফের হামলা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। রোববার বিকেল ৫টার দিকে আন্দোলনকারীরা সমাবেশ শেষে ফেরার পথে এ হামলা হয় বলে জানিয়েছেন সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম-আহ্বায়ক রাহুল সরকার।

 

একইসঙ্গে দুইজন শিক্ষার্থীকে তুলে নেয়ার অভিযোগও করেছেন তিনি।প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিকেল ৩টা থেকে রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নেয় শিক্ষার্থীরা।পরে ৫টার দিকে আগামী ২৫ জুলাই দেশব্যাপী বিক্ষোভের ডাক দিয়ে কর্মসূচি শেষ করা হয়। এরপরই সোহরাওয়ার্দী উদ্যানের গেটে ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা করে। ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক দিদারুল ইসলামের নেতৃত্বে এ হামলা হয় বলে অভিযোগ করেছেন আন্দোলনকারীদের মুখপাত্র রাহুল সরকার।

 

তিনি বলেন, এলিফ্যান্ট রোডে সিএনজি দিয়ে ফেরার পথে আমাদের তুলে নেয়ার চেষ্টা করা হয়। ধস্তাধস্তির এক পর্যায়ে আমার জামা ছিড়ে যায়। তবে ফরহাদ ও নিয়াজীকে অজ্ঞাত ব্যক্তিরা তুলে নিয়ে গেছে।

 

 

ই-বার্তা ।। ডেস্ক