ঢাবির ‘টর্চার সেল’ বন্ধে উদ্যোগ নেবেন রাব্বানী

ই-বার্তা ডেস্ক।।  ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হলগুলোর ‘টর্চার সেল’ নিয়ে সংবাদের সত্যতা যাচাই করে এ বিষয়ে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাধারণ সম্পাদক (জিএস) গোলাম রাব্বানী। 

মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো গোলাম রাব্বানী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

বিজ্ঞপ্তি বলা হয়, ঢাবির কোনো হলের টর্চার সেলের সংবাদ প্রচার হলে তার ভিত্তি যাচাই ও ছাত্র নিরাপত্তা নিশ্চিতের জন্য দ্রুততম সময়ের মধ্যে ডাকসুর প্রতিনিধিদল ওই হলে যাবে। ওই প্রতিনিধিদলের কাছে সমস্যা জানাতে সাধারণ শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানানো হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অধিকার এবং নিরাপত্তা নিশ্চিতকরণে ডাকসু প্রতিজ্ঞাবদ্ধ বলে জানান গোলাম রাব্বানী।

উল্লেখ্য, সম্প্রতি দেশের বড় দৈনিক পত্রিকায় ঢাবির হলগুলোতে ছাত্রলীগের টর্চার সেল নিয়ে বিস্তারিত প্রতিবেদন ছাপা হয়। এই প্রতিবেদন তোলপাড় শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সারাদেশের শিক্ষাঙ্গনে। 

ই-বার্তা/সালাউদ্দিন সাজু