ঢাবি উপাচার্যের বাসভবনে হামলা, ভাংচুর, আগুন

ই-বার্তা ।।  আন্দোলনকারীরা ভাঙচুর চালিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আক্তারুজ্জামানের বাসভবনে। বাসভবনের শোয়ার ঘর থেকে বাথরুম, রান্নাঘরসহ সবখানে তারা ভাঙচুর চালায়। আসবাবপত্র ভেঙ্গে তছনছ করে দেয়। সে সময় তারা বাসভবনের সামনে আগুন ধরিয়ে দেয়।

বাসভবনের আশপাশেও একাধিক মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। রবিবার দিবাগত রাত ১টা থেকে আড়াইটা পর্যন্ত এই তাণ্ডব চলে ঢাবি উপাচার্যের বাসভবনে।

প্রথমে নীরব দর্শকের ভূমিকায় ছিলেন উপাচার্য । পরে সপরিবারে বাড়ির কোনো এক আঙ্গিনায় লুকিয়ে থেকে প্রাণে বাচেঁন। ধংসের পর আর ঘরে ঢুকতে পারেননি তিনি। বাইরে একটি চেয়ারে প্রায় নির্বাক হয়ে বসে আছেন শেষ রাতেও।

এর আগে সরকারি চাকরিতে বিদ্যমান কোটা সংস্কারের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় ও এর আশপাশ এলাকায় অবস্থান নেওয়া আন্দোলনকারীদের ওপর একের পর এক কাঁদানে গ্যাস নিক্ষেপ করে পুলিশ । সঙ্গে ছিল পুলিশের জলকামান ও লাঠিপেটা।