ঢাবি ভর্তি পরীক্ষায় স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করবে ছাত্রলীগের নেতাকর্মীরা

ই- বার্তা ডেস্ক।।   আগামীকাল থেকে শুরু হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ছাত্রলীগের নেতাকর্মীরা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করবে ।

আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে এসব জানানো হয়।

পরীক্ষায় কোনো ধরনের জালিয়াতি বা অপ্রীতিকর কিছু যেন না হয়, সে বিষয়ে তৎপর থাকবে বলেও জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সভাপতি সঞ্জিত চন্দ্র দাস।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ভর্তিচ্ছুদের জন্য শিক্ষা উপকরণ এবং পরীক্ষার আগের রাতে হলে থাকার ব্যবস্থা করা হবে। প্রতিবন্ধী শিক্ষার্থীদের সকল ধরনের সুযোগ সুবিধা দেয়া হবে বলে জানান ডাকসুর এজিএস সাদ্দাম হোসেন। পরীক্ষার দিন শিক্ষার্থীদের বিভিন্ন কেন্দ্রে পৌঁছে দেয়ার জন্য থাকবে জয় বাংলা বাইক সার্ভিস।

শিক্ষার্থীদের অভিভাবকদের জন্য পরীক্ষা কেন্দ্রের বাইরে রাখা হবে চেয়ারের ব্যবস্থা এবং সুপেয় পানি থাকছে সবার জন্য।

ক-ইউনিটের ভর্তি পরীক্ষা ২০ সেপ্টেম্বর শুক্রবার, খ-ইউনিটের ভর্তি পরীক্ষা ২১ সেপ্টেম্বর শনিবার, গ-ইউনিটের ভর্তি পরীক্ষা ১৩ সেপ্টেম্বর শুক্রবার, ঘ-ইউনিটের ভর্তি পরীক্ষা ২৭ সেপ্টেম্বর শুক্রবার, চ-ইউনিটের ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান) ১৪ সেপ্টেম্বর শনিবার এবং চ-ইউনিটের ভর্তি পরীক্ষা (অংকন) ২৮ সেপ্টেম্বর শনিবার অনুষ্ঠিত হবে।