ঢাবি শিক্ষার্থী ধর্ষণ : আইনি সহায়তা দেবে বাংলাদেশ আইন সমিতি

ই- বার্তা ডেস্ক।।   বাংলাদেশ আইন সমিতি রাজধানীর কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী গণ-ধর্ষণের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ।

আজ সোমবার এক যৌথ বিবৃতিতে সংগঠনটির সভাপতি ব্যারিস্টার সাজ্জাদ হোসেন ও সাধারণ সম্পাদক কেশব রায় চৌধুরী এ নিন্দা জানিয়েছেন।

গণমাধ্যমে পাঠানো ওই বিবৃতিতে নেতৃদ্বয় ধর্ষকদের খুঁজে বের করে গ্রেফতারের দাবি জানিয়েছেন। তারা ধর্ষিতার যাবতীয় আইনি সহায়তা দেয়ারও ঘোষণা দিয়েছেন।

উল্লেখ্য, কুর্মিটোলায় বান্ধবীর বাসায় যেতে রোববার বিকাল সাড়ে ৫টার দিকে ওই ছাত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাসে ওঠেন। বাস থেকে কুর্মিটোলা এলাকায় নামার পর অজ্ঞাতপরিচয় একজন তার মুখ চেপে ধরে। পরে গণধর্ষণ করা হয়।

রাত ১০টার দিকে চেতনা ফেরার পর তিনি সিএনজিচালিত অটোরিকশা নিয়ে বান্ধবীর বাসায় যান। বান্ধবীকে ঘটনা জানান। এরপর সহপাঠীরা তাকে ক্যাম্পাসে নিয়ে আসেন। পরে তাকে হাসপাতালে নেয়া হয়। তাকে হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।

ওই ছাত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একটি হলের আবাসিক শিক্ষার্থী।