তারেক রহমানের সিদ্ধান্তে বিএনপির স্থায়ী কমিটির নেতাদের অসন্তোষ!

ই- বার্তা ডেস্ক।।   বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা নির্বাচিত চারজনের এমপি হিসেবে শপথগ্রহণে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছেন । বিষয়টি নিয়ে আবার কেউ কেউ সমর্থনও জানিয়েছেন।

গতকাল সোমবার বিএনপির নির্বাচিত চারজন শপথ নেয়ার পর সন্ধ্যায় গুলশানে এ নিয়ে সংবাদ সম্মেলন করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তারপাশে স্থায়ী কমিটির সদস্যসহ দলের কোনো পর্যায়ের নেতাকে দেখা যায়নি। সংবাদ সম্মেলনস্থলে সাংবাদিকদের কাতারে বসাছিলেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের একমাত্র সদস্য শায়রুল কবীর খান।

ফখরুল সংবাদ সম্মেলনে জানান, এ বিষয়ে স্থায়ী কমিটির নেতারা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা দিয়েছেন। তারেক রহমানের সিদ্ধান্তে নির্বাচিতরা শপথ নিয়েছেন।

গত রোববার রাতে স্থায়ী কমিটির বৈঠকে তারেক রহমানকে সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা দেয়া হয়- গণমাধ্যমে এমন প্রতিবেদন প্রকাশ হলে সোমবার বিকেলে এ সংবাদের প্রতিবাদ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী আহমেদ। এই ধরনের সংবাদ উদ্দেশ্যপ্রণোদিত এবং ক্ষমতাসীনদের মদদে তৈরি বলে তিনি অভিযোগ করেন।

তবে ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে নির্বাচিত উকিল আব্দুস সাত্তার ভূইয়া শপথ গ্রহণ করায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল হক তাকে বিশ্বাসঘাতক হিসেবে অভিহিতি করেছেন।

নির্বাচিতদের সংসদ সদস্য হিসেবে শপথ নেয়ার সিদ্ধান্ত তৃণমূল নেতারা কীভাবে দেখছে? জানতে চাইলে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, ‘এটা পার্টিপ্রধান হিসেবে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সিদ্ধান্ত বা নির্দেশে যারা পার্লামেন্টে গিয়েছেন বা শপথ নিয়েছেন এটা মহাসচিব প্রেস কনফারেন্স করে বলেছেন। আমার সাথে মহাসচিবের কথা হয় নাই। পার্টি যখন সিদ্ধান্ত দিয়েছে ভালোমন্দ বিচার করেই দিয়েছে। সেই হিসেবে পার্টির একজন সহকর্মী হিসেবে এ বিষয়টাতে আমার সমর্থন থাকে।’

ই- বার্তা / রেজওয়ানুল ইসলাম