তালেবান হামলায় আফগানিস্তানে ২৩ সেনার মৃত্যু

ই-বার্তা ডেস্ক।।   শুক্রবার (০১ মার্চ) ভোরে আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে হেলমান্দ প্রদেশে সামরিক বাহিনীর ঘাঁটিতে তালেবানদের হামলায় নিরাপত্তা বাহিনীর ২৩ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৫ জন।

হামলার পরই এর দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী তালেবান। দেশটির সবচেয়ে বৃহৎ সামরিক ঘাঁটি শরাবে কয়েক ঘণ্টা ধরে এ হামলার ঘটনা ঘটে।

কর্তৃপক্ষ জানায়, বৃহৎ এই সামরিক ঘাঁটিটি ধ্বংস করতে বিগত ৪৮ ঘণ্টায় এ নিয়ে তৃতীয়বারের মতো হামলা চালালো তালেবানরা।

এ ব্যাপারে সামরিক বাহিনীর মুখপাত্র গফুর আহমেদ জাওয়াদ বলেন, তালেবান হামলায় নিরাপত্তা বাহিনীর ২৩ সদস্য নিহত এবং ১৫ জন আহত হয়েছেন। তবে পাল্টা হামলায় জঙ্গিগোষ্ঠীটির ২০ সদস্য নিহত হয়েছেন।

হামলার ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন প্রাদেশিক সরকারের মুখপাত্র ওমর জেওয়াক।

উল্লেখ্য, ২০১৪ সালে আফগানিস্তানের বর্তমান প্রেসিডেন্ট আশরাফ ঘানি ক্ষমতায় আসার পর থেকে এখন পর্যন্ত তালেবানদের হামলায় প্রায় ৪৫ হাজার সেনা নিহত হয়েছেন।

ই-বার্তা/ মাহারুশ হাসান