তিন বছর কারাদণ্ড জেএমবি সদস্যের

ই-বার্তা ডেস্ক।। বিস্ফোরক দ্রব্য বহন করায় সিরাজগঞ্জে নূর ইসলাম ওরফে সাগর (২২) নামের জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) এক সদস্যকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন সিরাজগঞ্জের শিশু আদালত-১–এর বিচারক ফজলে খোদা মো. নাজির ।

সরকারপক্ষের বিশেষ কৌঁসুলি শেখ আব্দুল হামিদ লাবলু বলেন, মামলার সময় নূর ইসলাম অপ্রাপ্তবয়স্ক ছিলেন। এ জন্য তাঁর মামলা বিচারের জন্য শিশু আদালতে পাঠানো হয়। আদালত ২২ জনের সাক্ষ্য নেন। অপরাধ প্রমাণিত হওয়ায় বিচারক শিশু আইন–২০১৩–এর বিধান অনুযায়ী নূর ইসলামকে তিন বছরের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠান।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ৩১ অক্টোবর আনুমানিক দিবাগত রাত দুইটার দিকে নূর ইসলামসহ পাঁচ জিএমবি সদস্য বিভিন্ন জেলা থেকে রাজশাহীতে একত্র হন। পরে তাঁরা ট্রেনে চড়ে সিরাজগঞ্জে যান।

এ সময় শহীদ এম মনসুর আলী স্টেশনে নামলে র‌্যাব-১২ তাঁদের কাছে চারটি টাইমবোমা, বিপুল পরিমাণ ডেটোনেটরসহ বিস্ফোরক দ্রব্য পায়। এ ঘটনায় র‌্যাব-১২–এর ডিএডি রেজাউল করিম বাদী হয়ে তাঁদের বিরুদ্ধে মামলা করেন।