তিন সাবেক অধিনায়ককে নিয়ে খেলা দেখতে কলকাতা যাচ্ছেন পাপন

ই-বার্তা ডেস্ক।। ভারত সফরের দুটি টি-টোয়েন্টি ম্যাচ মাঠে বসে দেখেছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ( বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। এবার বাংলাদেশ-ভারত মধ্যকার দিবা-রাত্রির টেস্ট ম্যাচটি দেখতে কলকাতা যাচ্ছেন তিনি।

ভারতীয় ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি সৌরভ গাঙ্গুলির আমন্ত্রণে সাড়া দিয়ে আজ বুধবার রাত পৌনে আটটায় কলকাতার উদ্দেশ্যে রওনা দিবেন বোর্ড সভাপতি পাপন।
পাপনের সঙ্গে কলকাতায় যাচ্ছেন কয়েকজন সাবেক ক্রিকেটার ও বোর্ড কর্মকর্তা। তাদের মধ্যে খালেদ মাহমুদ সুজন বাদে আজ বোর্ড সভাপতির সঙ্গে যাচ্ছেন বাংলাদেশের প্রথম টেস্ট অধিনায়ক নাইমুর রহমান দুর্জয় এবং আরও দুজন সাবেক অধিনায়ক আকরাম খান এবং মিনহাজুল আবেদীন নান্নু।

এর মধ্যে আকরাম ও দুর্জয় কাল বুধবার সন্ধ্যায় নাজমুল হাসান পাপনের সাথে গেলেও খালেদ মাহমুদ সুজন যাবেন পরশু বৃহস্পতিবার সকালে। বুধবার বিসিবি প্রধানের সাথে একই ফ্লাইটে যাবেন জাতীয় দলের আরেক সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদিন নান্নুও। এছাড়া বোর্ডের কয়েকজন শীর্ষ পরিচালকও থাকবেন ওই বহরে।