তুরস্কের ‘এস-৪০০’ ক্ষেপণাস্ত্র কেনার সিদ্ধান্তে সতর্ক যুক্তরাষ্ট্র

ই-বার্তা ডেস্ক।।  যুক্তরাষ্ট্রের ইউরোপীয় কমান্ডের প্রধান ক্যাপিটল হিলে রাজনীতিবিদদের সঙ্গে সাক্ষাৎকালে বলেছিলেন, এ বছর রাশিয়ার কাছ থেকে ‘এস-৪০০’ কেনার যে সিদ্ধান্ত নিয়েছে তুরস্ক, সেটি তাদের পুনর্বিবেচনা করা প্রয়োজন।

এমন মন্তব্যের পরই তুরস্কের প্রতি সতর্কতা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট।

উল্লেখ্য, রাশিয়ার কাছ থেকে ‘এস-৪০০’ ক্ষেপণাস্ত্র কেনার সিদ্ধান্ত নিয়েছে তুরস্ক। আর দেশটির এ সিদ্ধান্তে তাদের প্রতি সতর্কতা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান ‘এফ-৩৫’ এর হুমকি হিসেবে দাঁড়াতে পারে রাশিয়ার এই ‘এস-৪০০’ ক্ষেপণাস্ত্রটি। এর কারণেই তুর্কির ওপর সতর্কতা জারি করেছে প্রধান পরাশক্তির দেশটি।

ই-বার্তা/ মাহারুশ হাসান